কবিতা

         ফেব্রুয়ারী
        সেবিন মিয়া
অতই ভোরে পাখিরা ডাকে,
শুনছো   ওরে ভাই
চলো আমরা শ্রদ্ধাভরে,
মাল্য দিতে যায় ।
ভাষার জন্য অকাত,
হলো যাদের মরণ
 মাল্য দিয়ে সারাজীবন,
করব তাদের বরণ।
যাদের বুকের তাজা রক্তে,
এই পতাকা সবুজ-লাল।
তাদের তরে করব দোয়া,
সারাটা জনম-কাল।           

Comments