প্রেমালাপন সেবিনমিয়া জ্যোৎস্না রাত্রি, মিটিমিটি তারা জ্বলছে হিমেল হাওয়া, চাঁদের আলো ঠিকরে পড়ছে ; কাব্য; "তোমার কোলে মাথা রেখে খুব করে গল্প করতে ইচ্ছে করছে" মনে পড়ে সেই দিনের মধুমিতা লগ্ন? আলখেল্লা জামা গায়ে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে ; পথ আগলিয়ে রেখেছিলে আমার আমি চাই নি,তবু জোর করে একটা কবিতার বই গিফট করেছিলে! কতবার প্রত্যাক্ষান করেছি, চাই নি ভালোবাসা, তবুও লাজ হীন হয়ে প্রভাতে সাত মাথার মোরে লাল গোলাপ হাতে বাঁধতে আশা; কখনও দৃষ্টিপাত করিনি চেহারা,চক্ষু কায়া! দেখিনি তাতে শতজনমের অমৃতসার মায়া; সেদিন আমায় ভুল বুঝো নি তো কাব্য? শুঁকে দেখো আজও হাতে লেগে আছে ঘ্রাণ! আমি যে তোমার সহচার্যে পেয়েছি নতুন প্রাণ; খুনসুটি আলাপে ঠোঁটে মৃদু ছোয়া লাগলো ; ঔ দেখ কাব্য! আমাদের প্রেম দেখে লজ্জাবতী চাঁদটা মুখ লুকিয়েছে মেঘের আড়ালে, বড্ড সতী!! কাব্য! এভাবেই আমায় বুকে জড়িয়ে রেখো; চুলগুলো যখন সাদা হয়ে যাবে,তখনও একটু দেখো; চলো ...
Search This Blog
Shabinmia