কবিতা

ঘাড় তেড়ি
       সেবিন মিয়া
এই যে দাদু কি খুঁজছেন? 
অথৈ গভীর জলে? 
তোর দাদিমা হারিয়ে গেছে
গোসল করার ছলে। 

শুনছি নাকি ডুবলে মানুষ 
ভাটির স্রোতে যায়, 
আজ দেখছি উল্টো কিছু 
উজানও বুঝি বায়। 

নারে দাদু ঠিক বলেছিস 
নেইকো তাতে ভ্রম, 
তোর দাদিমা সবার চেয়ে 
একটু ব্যাতিক্রম।

বিবাহ হতে আজ অবধি 
যা বলেছি তার তরে, 
অন্য কিছু বুঝিয়ে তব
বিপথ টাই ধরে। 

এইযে দেখছিস আমার হাতে 
জব্বর লাঠিখানা,
তোর দাদির লাগি কলির হাটে 
একশো টাকায় কেনা। 

ভাবছি তব আজ, এক্ষণে
ডুবছে গভীর জলে, 
অভিমান করে বুড়িটা বুঝি 
উজান পথেই চলে। 

কাজে কামে নাই পিটুনি দিলে
কান্নাতে নেই জুড়ি,
ভবমাঝেতে তোর দাদিমা 
সাচ্চা ঘাড় তেড়ি।

Comments