কবিতা
ক্ষুধার্ত
সেবিন মিয়া
সেদিন যাচ্ছিলাম পাশ কেটে
রাস্তার পাশে এক কোণে
ওরা দিবানিশি প্রহর গোণে
অবলীলায় চক্ষু গেল এঁটে ;
ওরা দ্যার্থ।
চুল গুলো সাদা, চেহারা মলিন
নিষ্ঠুর সমাজ,ওরা খুঁজে সুখ
পাবে কোথা,বাটিতে দুইমুখ
স্বার্থপর সমাজ,শুধু ওরা ক্ষীণ;
ওরা ক্ষুধার্ত।
রাজ পথে চলে মিটিং মিছিল
ওদের নিয়ে, ত্রাণ দিবে বলে
টাকা দিবে, শুধু কথার ছলে
নাম ভেঙে করে পকেট সিজিল;
খুঁজে স্বার্থ।
সবাই নাকি সচেতন ওদের নিয়ে,
পান্তা ভাত যাদের খাবার নিত্য
বাস্তুহীন ব্স্ত্রহারা এটাই চিত্ত
কবে পাবে অধিকার,কাঁদে হিয়ে;
সমাজ ব্যার্থ।
সেবিন মিয়া
সেদিন যাচ্ছিলাম পাশ কেটে
রাস্তার পাশে এক কোণে
ওরা দিবানিশি প্রহর গোণে
অবলীলায় চক্ষু গেল এঁটে ;
ওরা দ্যার্থ।
চুল গুলো সাদা, চেহারা মলিন
নিষ্ঠুর সমাজ,ওরা খুঁজে সুখ
পাবে কোথা,বাটিতে দুইমুখ
স্বার্থপর সমাজ,শুধু ওরা ক্ষীণ;
ওরা ক্ষুধার্ত।
রাজ পথে চলে মিটিং মিছিল
ওদের নিয়ে, ত্রাণ দিবে বলে
টাকা দিবে, শুধু কথার ছলে
নাম ভেঙে করে পকেট সিজিল;
খুঁজে স্বার্থ।
সবাই নাকি সচেতন ওদের নিয়ে,
পান্তা ভাত যাদের খাবার নিত্য
বাস্তুহীন ব্স্ত্রহারা এটাই চিত্ত
কবে পাবে অধিকার,কাঁদে হিয়ে;
সমাজ ব্যার্থ।
Comments