কবিতা
বীর
সেবিন মিয়া
আমি নির্ভীক বাংলা মাকে দেখেছি
দুর্জয় বাংলার কোলে-পিঠে মাথা রেখেছি
আমি পশুত্বকে জয় করতে শিখেছি,
আমি বীর
তাই কাপুরুষের নিকট অধগামী হয়ে
করিনি কো নত শীর,
আমি খুদিরামের হাতে কালজয়ী বোমা,
আমি বাঁশের কেল্লায় জেগে উঠা
দুর্জয়ী তিতুমীর,
আমি নজরুলের সেই অমিয় কবিতা,
২৫শে মার্সের সেই রক্তক্ষয়ী স্বাধীনতা,
আমি নয়মাসের ধ্বংসযজ্ঞে যুদ্ধ করে
ফিরে আসা রক্তাক্ত শরীর।
আমি মৃত্যুকে পরোয়া করি না
আমি দুর্গম পথে হেটে চলা
অভয় কাশ্মীর,
আমি অন্যায়ের কাছে আপোষ
করতে শিখিনি,
তাই ভেঙ্গে ফেলেছি নীড়
আমি বাংলার বুকে জেগে উঠা
বিজয়ী তরুণ বীর।
সেবিন মিয়া
আমি নির্ভীক বাংলা মাকে দেখেছি
দুর্জয় বাংলার কোলে-পিঠে মাথা রেখেছি
আমি পশুত্বকে জয় করতে শিখেছি,
আমি বীর
তাই কাপুরুষের নিকট অধগামী হয়ে
করিনি কো নত শীর,
আমি খুদিরামের হাতে কালজয়ী বোমা,
আমি বাঁশের কেল্লায় জেগে উঠা
দুর্জয়ী তিতুমীর,
আমি নজরুলের সেই অমিয় কবিতা,
২৫শে মার্সের সেই রক্তক্ষয়ী স্বাধীনতা,
আমি নয়মাসের ধ্বংসযজ্ঞে যুদ্ধ করে
ফিরে আসা রক্তাক্ত শরীর।
আমি মৃত্যুকে পরোয়া করি না
আমি দুর্গম পথে হেটে চলা
অভয় কাশ্মীর,
আমি অন্যায়ের কাছে আপোষ
করতে শিখিনি,
তাই ভেঙ্গে ফেলেছি নীড়
আমি বাংলার বুকে জেগে উঠা
বিজয়ী তরুণ বীর।
Comments