বিদায়
সেবিন মিয়া
বিদায় বেলা মাগো দিও না বেড়ি;
আজ হোক বা কাল
চলেতো যেতেই হবে
তোমার মায়ামাখা আঁচল হেরি।
চেয়ে দেখো মা! ওরা আমার কাছ
থেকে প্রকৃতি মাকে কেড়ে নিতে
চায়!!
"ভাইয়ের তাজা রক্ত আর বোনের
ইজ্জত লুন্ঠন করতে দিতে " -
মনে কি দেয় সায়?
আর নয় দেরি
এবার আমায় ছাড়ো
ছাড়লো বুঝি প্রভাত ফেরি।
শেষ বেলা একটা কথা বলি;
খোকা এবার কাঁদো কাঁদো,
মায়ের চোখে জল
ভিজিল আঁচল ;
"যদি জীবিত না ফিরি"
উঠানেই আমায় কবর দিও ;
শিশুরা যদি খেলতে আসে
ধমক দিও না; আদর প্রিয়
জানোনা মা তোমার ছেলে
ওদের কত ভালোবাসে?
মাগো যদি আমার কথা মনে পড়ে;
কেঁদো না যেন!
ফ্রেমে আটানো ছবিখানা আছে
ওটাই একটু দেখো
হাত বুলিয়ে আদর মেখো।
এবার যে আমায় যেতে হবে মাগো;
পড়েছি ভীষণ দায়,
দেশের তরে আজি চিরত্যাগী
প্রাণ; বিদায় বিদায়।
সেবিন মিয়া
বিদায় বেলা মাগো দিও না বেড়ি;
আজ হোক বা কাল
চলেতো যেতেই হবে
তোমার মায়ামাখা আঁচল হেরি।
চেয়ে দেখো মা! ওরা আমার কাছ
থেকে প্রকৃতি মাকে কেড়ে নিতে
চায়!!
"ভাইয়ের তাজা রক্ত আর বোনের
ইজ্জত লুন্ঠন করতে দিতে " -
মনে কি দেয় সায়?
আর নয় দেরি
এবার আমায় ছাড়ো
ছাড়লো বুঝি প্রভাত ফেরি।
শেষ বেলা একটা কথা বলি;
খোকা এবার কাঁদো কাঁদো,
মায়ের চোখে জল
ভিজিল আঁচল ;
"যদি জীবিত না ফিরি"
উঠানেই আমায় কবর দিও ;
শিশুরা যদি খেলতে আসে
ধমক দিও না; আদর প্রিয়
জানোনা মা তোমার ছেলে
ওদের কত ভালোবাসে?
মাগো যদি আমার কথা মনে পড়ে;
কেঁদো না যেন!
ফ্রেমে আটানো ছবিখানা আছে
ওটাই একটু দেখো
হাত বুলিয়ে আদর মেখো।
এবার যে আমায় যেতে হবে মাগো;
পড়েছি ভীষণ দায়,
দেশের তরে আজি চিরত্যাগী
প্রাণ; বিদায় বিদায়।
Comments