কবিতা
বোকা মশা
সেবিন মিয়া
এডিস মশা বড্ড বোকা
রইলি বোকার দেশে,
ওরা তো সব মাসুম খোকা
নাম ডুবালি শেষে।
হাড্ডিসার মানুষগুলো, খোসা
পঁচা বাসি রক্ত,
কি পেলি হাই বোকা মশা
তাদের হলি ভক্ত।
টাকাওয়ালা রক্তচোষা
আছে যাদের হরদম,
হুল ফুটিয়ে গরীব চাষা-
ভূষার হলি কালের জম।
টাকা ওয়ালা ধর রে মশা
টাকা ওয়ালা ধর,
ঔ রক্তে নাই গন্ধদসা
খাবি জনম ভর।
সেবিন মিয়া
এডিস মশা বড্ড বোকা
রইলি বোকার দেশে,
ওরা তো সব মাসুম খোকা
নাম ডুবালি শেষে।
হাড্ডিসার মানুষগুলো, খোসা
পঁচা বাসি রক্ত,
কি পেলি হাই বোকা মশা
তাদের হলি ভক্ত।
টাকাওয়ালা রক্তচোষা
আছে যাদের হরদম,
হুল ফুটিয়ে গরীব চাষা-
ভূষার হলি কালের জম।
টাকা ওয়ালা ধর রে মশা
টাকা ওয়ালা ধর,
ঔ রক্তে নাই গন্ধদসা
খাবি জনম ভর।
Comments