কবিতা
মেরামত
সেবিন মিয়া
ওহে খোকা,কি করছো দাওয়াই বসে?
এই দেখো মা পঁচা সমাজ
হাত পড়েনি কারো ছ'মাস
তাই শৃঙ্খলারে আজ বানছি কষে।
হেসে মা লুটোপুটি,ছেলেটার পাগলামি
হেসোনা মা,সজাগ সমাজ
গড়বো আমি,হবো টমাস
অচেতনদের জাগাবো,করবো দামী।
হয়েছে,তোমায় ভাবতে হবে না এসব নিয়ে
কি বলো মা,দেখেছো আওয়াজ
চারিদিকে চলে শুধু বাকওয়াজ
আর হবে না,পুতুল তলায় সাজবো বিয়ে।
আচ্ছা এবার চলো,দেখায়ও কেরামত,
নিঙরিয়ে তুলব অবুঝ সমাজ
গড়বো ক'জন জীবনানন্দ দাস
সমাজটা এবার করবোই মেরামত।
সেবিন মিয়া
ওহে খোকা,কি করছো দাওয়াই বসে?
এই দেখো মা পঁচা সমাজ
হাত পড়েনি কারো ছ'মাস
তাই শৃঙ্খলারে আজ বানছি কষে।
হেসে মা লুটোপুটি,ছেলেটার পাগলামি
হেসোনা মা,সজাগ সমাজ
গড়বো আমি,হবো টমাস
অচেতনদের জাগাবো,করবো দামী।
হয়েছে,তোমায় ভাবতে হবে না এসব নিয়ে
কি বলো মা,দেখেছো আওয়াজ
চারিদিকে চলে শুধু বাকওয়াজ
আর হবে না,পুতুল তলায় সাজবো বিয়ে।
আচ্ছা এবার চলো,দেখায়ও কেরামত,
নিঙরিয়ে তুলব অবুঝ সমাজ
গড়বো ক'জন জীবনানন্দ দাস
সমাজটা এবার করবোই মেরামত।
Comments