কবিতা
আমরা শোকাহত
সেবিন মিয়া
লাখো - কোটি চোখের অশ্রু হয়ে
ঝরে গেলে তুমি,
সামান্যই নিলে,রেখে গেলে অবদান
আকাশ চুমি;
নিজ সুখ ঠেলে দিলে জনতার তরে,
তুমি ভোরের পাখি,
ভুলবে না তোমায় জনতা,হয়ে রবে
তুমি জনতার আঁখি ;
ভূলোকে খুবই কম আসে গুণিজন
তুমি অন্যতম!
স্বর্ণাক্ষরে লেখা রবে আব্দুল মান্নান
হৃদয়ে মম;
বারে বারে ফিরে এসো,উজ্জ্বল হয়ে,
বাংলার জঠরে,
অদূরে চেয়ে রবে কোটি প্রাণ,এসো
নিজ মাতৃক্রোড়ে।
সালাম তোমার প্রতি, শোধ হবে না
তুমি দিয়েছো যত,
সারিয়াকান্দি-সোনাতলাবাসী আজি
গভীর শোকাহত।
সেবিন মিয়া
লাখো - কোটি চোখের অশ্রু হয়ে
ঝরে গেলে তুমি,
সামান্যই নিলে,রেখে গেলে অবদান
আকাশ চুমি;
নিজ সুখ ঠেলে দিলে জনতার তরে,
তুমি ভোরের পাখি,
ভুলবে না তোমায় জনতা,হয়ে রবে
তুমি জনতার আঁখি ;
ভূলোকে খুবই কম আসে গুণিজন
তুমি অন্যতম!
স্বর্ণাক্ষরে লেখা রবে আব্দুল মান্নান
হৃদয়ে মম;
বারে বারে ফিরে এসো,উজ্জ্বল হয়ে,
বাংলার জঠরে,
অদূরে চেয়ে রবে কোটি প্রাণ,এসো
নিজ মাতৃক্রোড়ে।
সালাম তোমার প্রতি, শোধ হবে না
তুমি দিয়েছো যত,
সারিয়াকান্দি-সোনাতলাবাসী আজি
গভীর শোকাহত।
Comments