কবিতা

পলাতক স্বাধীনতা 
সেবিন মিয়া 
০৬.০১.২০২০

"স্বাধীনতা" নামটি আজ ফিকে হয়ে গেছে! 
কোন্দলের চাপে তার বেহাল অবস্থা ;
একদিন এই বাংলার হাত ধরেই তার 
পথ চলা, 
শুরু হয়েছিল দামালের মুখে মুখে কথা 
বলা ;
আজ কেন জানি কোণঠাসা, ঘরের 
কোণে বসে থাকা কোন মাতাল, স্তব্ধ ;
ভয়ংকর কোন কালের হাতে পরেছে 
হাত করা,কালজয়ী হয়েছে জব্দ!! 

এতই যদি ভয় তোমার, কেন এসেছিলে
৫২ তে ছাত্রের মুখে দুর্জয়ী ভাষা হয়ে??
সাতকোটি জনতার বুকে সাহসী বীর ;
লাঠিয়াল বেশে এনেছিলে কেন রক্তক্ষয়ী 
বিজয় বয়ে?? 

তবে আজ কেন পিছুটান?বাংলা মাকে
করে অপমান, করছো পলায়ন 
স্বার্থান্বেষী সেই মেঠো পথ ধরে;
তবে কি তুমি স্বার্থপর? নাকি কালো 
টাকার মায়ায় জড়েছো নিজেকে;
জনতা চিনেছে তুমি মায়াবী ছত্রাধর
এই মাতৃক্রোড়ে!!

Comments