কবিতা
প্রতারক স্বাধীনতা
সেবিন মিয়া
স্বাধীনতা তুমি পালিয়ে গেছো
বাংলার মুখে কালি মেখে,
অর্থ - কড়ি বেশ লুট করেছো
জাতির বুকে অস্ত্র ঠেকে।
সেদিন কেন দিয়েছিলে ডাক?
জাগো হে নওজোয়ান ;
লাঠিতে হটাও হানাদার পাক
হও রে আগোয়ান।
তবে সব কি ছিল নিছক মেকি?
শত্রুর ছিলে জাতি ভাই;
সরলের বুকে লাথি-ছুরি মেরে
বুঝে নিলে সব পাই পাই।
বলবে নিশ্চয় পাশেই তো আছি!!
সহযোগিতা করছি বেশ
তবে, জাতি কেন আজ ছন্নছাড়া;
স্ব-মূলেতে হচ্ছে শেষ?
লোকালয়ে চলছে নির্মম ধর্ষণ
এই কি তাদের উপহার??
মুক্তিফোজটাও রাজাকার আজ!
চলছে অধম নিধন প্রহার।
এখনো বলবে আছো তুমি পাশে?
গরীব জনতার মাঝে
ভণ্ডামিটা ছাড়ো এবার পিশাচ
এত নোংরামি সাজে?
"স্বাধীনতা" রুপক নামটি ধরে
সেজেছো জাতির ধারক,
সুস্থ মাথার খুনি - দালাল তুমি
স্বাধীনতা প্রতারক।
সেবিন মিয়া
স্বাধীনতা তুমি পালিয়ে গেছো
বাংলার মুখে কালি মেখে,
অর্থ - কড়ি বেশ লুট করেছো
জাতির বুকে অস্ত্র ঠেকে।
সেদিন কেন দিয়েছিলে ডাক?
জাগো হে নওজোয়ান ;
লাঠিতে হটাও হানাদার পাক
হও রে আগোয়ান।
তবে সব কি ছিল নিছক মেকি?
শত্রুর ছিলে জাতি ভাই;
সরলের বুকে লাথি-ছুরি মেরে
বুঝে নিলে সব পাই পাই।
বলবে নিশ্চয় পাশেই তো আছি!!
সহযোগিতা করছি বেশ
তবে, জাতি কেন আজ ছন্নছাড়া;
স্ব-মূলেতে হচ্ছে শেষ?
লোকালয়ে চলছে নির্মম ধর্ষণ
এই কি তাদের উপহার??
মুক্তিফোজটাও রাজাকার আজ!
চলছে অধম নিধন প্রহার।
এখনো বলবে আছো তুমি পাশে?
গরীব জনতার মাঝে
ভণ্ডামিটা ছাড়ো এবার পিশাচ
এত নোংরামি সাজে?
"স্বাধীনতা" রুপক নামটি ধরে
সেজেছো জাতির ধারক,
সুস্থ মাথার খুনি - দালাল তুমি
স্বাধীনতা প্রতারক।
Comments