কবিতা
আদর্শ চলবে কার??
সেবিন মিয়া
কার আদর্শে চলো হে মুমিন
কার আদর্শে চলো?
কার আদর্শে গড়লে জীবন
নামটা কি তার বলো?
নিশ্চয়ই প্লেটো,এরিস্টটল
হয়তো কায়কোবাদ!
আর একটু বেশি হলেও
হয়তো রবীন্দ্রনাথ!!
যে পথে তুমি হাটছো সদা
ভেবেছো পথটি কার?
এই পথের প্রদর্শক কে?
ভাবোনি একবার!!
নাম গেয়ে যাও সাচ্চা মুমিন
চলছো অন্য পথে;
তোমার ধোঁকায় বোকা জমিন
সওয়ার অন্য রথে।
পারোও বটে নামটা দিতে
জাতির জনক উমুক;
অন্যের কাছে দোয়া চাও আর
ভাইরাসও চাও কমুক,
সমাজতন্ত্র হতে রাজতন্ত্র আজ
সবখানেতেই মানুষ রাজ;
যাতনে পড়লেই আল্লাহ আল্লাহ
তোমরা বড্ডই ধোঁকাবাজ!
পৃথিবীতে চলবে একক রাজত্ব
আল্লাহ যার নাম;
পথের দিশারিও একজনই রবে
মুহাম্মদ
সেবিন মিয়া
কার আদর্শে চলো হে মুমিন
কার আদর্শে চলো?
কার আদর্শে গড়লে জীবন
নামটা কি তার বলো?
নিশ্চয়ই প্লেটো,এরিস্টটল
হয়তো কায়কোবাদ!
আর একটু বেশি হলেও
হয়তো রবীন্দ্রনাথ!!
যে পথে তুমি হাটছো সদা
ভেবেছো পথটি কার?
এই পথের প্রদর্শক কে?
ভাবোনি একবার!!
নাম গেয়ে যাও সাচ্চা মুমিন
চলছো অন্য পথে;
তোমার ধোঁকায় বোকা জমিন
সওয়ার অন্য রথে।
পারোও বটে নামটা দিতে
জাতির জনক উমুক;
অন্যের কাছে দোয়া চাও আর
ভাইরাসও চাও কমুক,
সমাজতন্ত্র হতে রাজতন্ত্র আজ
সবখানেতেই মানুষ রাজ;
যাতনে পড়লেই আল্লাহ আল্লাহ
তোমরা বড্ডই ধোঁকাবাজ!
পৃথিবীতে চলবে একক রাজত্ব
আল্লাহ যার নাম;
পথের দিশারিও একজনই রবে
মুহাম্মদ
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
Comments