কবিতা
ঘৃণ্য সেবক
সেবিন মিয়া
সেবার নামে ফায়দা লুটে
খাচ্ছে চরম ঘুষ,
এরা নাকি সমাজ সেবক
গাইছে নিরঙ্কুশ!
যুদ্ধ করে লাগেনা কামান
টাকায় মারণাস্ত্র!!
টাকা হলে পারে সব এরা,
টাকার জন্য ব্যাস্ত!
হুজুর বুজুর্গ মানে না সদা
এ কেমন বাজার?
টুপি দেখলেই জেলে পুরে
নাম দিচ্ছে রাজাকার!
অল্প দিলে লেখেনা কলম
টাকা একটু বাড়ালে!
সমাজ সেবা ভালোই করে
ঘুষটা খায় আড়ালে!
নষ্ট সমাজও এদের পক্ষে
সাপোর্ট দিচ্ছে বেশ,
সুযোগ বুঝে লাথি মেরে
গোল্লায় দিচ্ছে দেশ!
সময় এখন ফিরে দেখার
যুবক ওঠো জেগে;
লাঠি দিয়ে হঠাও সেবক
অন্যত্র যাবে ভেগে।
সেবিন মিয়া
সেবার নামে ফায়দা লুটে
খাচ্ছে চরম ঘুষ,
এরা নাকি সমাজ সেবক
গাইছে নিরঙ্কুশ!
যুদ্ধ করে লাগেনা কামান
টাকায় মারণাস্ত্র!!
টাকা হলে পারে সব এরা,
টাকার জন্য ব্যাস্ত!
হুজুর বুজুর্গ মানে না সদা
এ কেমন বাজার?
টুপি দেখলেই জেলে পুরে
নাম দিচ্ছে রাজাকার!
অল্প দিলে লেখেনা কলম
টাকা একটু বাড়ালে!
সমাজ সেবা ভালোই করে
ঘুষটা খায় আড়ালে!
নষ্ট সমাজও এদের পক্ষে
সাপোর্ট দিচ্ছে বেশ,
সুযোগ বুঝে লাথি মেরে
গোল্লায় দিচ্ছে দেশ!
সময় এখন ফিরে দেখার
যুবক ওঠো জেগে;
লাঠি দিয়ে হঠাও সেবক
অন্যত্র যাবে ভেগে।
Comments