কবিতা
টাটকা চোর
সেবিন মিয়া
সন্ধ্যা রাতে চোর পড়েছে, হাঁকছে সবে মিলে
চোরটা নাকি লুকিয়ে আছে মধুমতি ঝিলে ;
এগার মানুষ হাঁকে জোরে ওগার মানুষ পানে
ওগার লোকে লাঠিতে ধায় প্রতিবেশীর টানে;
কি হয়েছে? কার কপালে পড়ল এমন শনি!
কদম মিয়ার ছাগল ছাগি ছিলো মাথার মণি
ঔদিকেতে পড়ছে ধরা চোর বেটা বেশ সোচ্চার
কম জুটেনি কিল- ঘুষি দিয়েছে গোটা দোচ্চার
জনগণে মারা বেআইনি খবর পেল মেম্বার সাব
মেম্বারটা বেশ মোটাতাজা কি জানি হয় বাপরে
বাপ!
দাপট নিয়ে এলো সাহেব চোরকে দেখে বিড়াল
ভোজ;
শত সহস্র গ্রাম থাকিতে কেমনে পেলি এমন
খোঁজ?
সর্বেসর্বা চোর বাবাজি বলতে লাগলো টপাটপ
আড়াল হতে খবর দিয়ে লোক সমাজে মারছেন
ঢপ!!
সজোরে থাপ্পড় কসে, কি বললি তুই হতচ্ছাড়া?
পিঠের মাঝে পড়লে দুঘা,সত্য কথা বলবি দাঁড়া
পান্টি চোটে বেচারা চোর আওয়াজ দিল উচ্চ
স্বরে
মারের বেলা আমি একা ভাগের বেলা অগোচরে
ছিঃছিঃছিঃ রব উঠিল চুরির ভাগে মেম্বার সাব!!
ভালো সেজে টাটকা চুরি, কাকে দেব অভিশাপ?
সেবিন মিয়া
সন্ধ্যা রাতে চোর পড়েছে, হাঁকছে সবে মিলে
চোরটা নাকি লুকিয়ে আছে মধুমতি ঝিলে ;
এগার মানুষ হাঁকে জোরে ওগার মানুষ পানে
ওগার লোকে লাঠিতে ধায় প্রতিবেশীর টানে;
কি হয়েছে? কার কপালে পড়ল এমন শনি!
কদম মিয়ার ছাগল ছাগি ছিলো মাথার মণি
ঔদিকেতে পড়ছে ধরা চোর বেটা বেশ সোচ্চার
কম জুটেনি কিল- ঘুষি দিয়েছে গোটা দোচ্চার
জনগণে মারা বেআইনি খবর পেল মেম্বার সাব
মেম্বারটা বেশ মোটাতাজা কি জানি হয় বাপরে
বাপ!
দাপট নিয়ে এলো সাহেব চোরকে দেখে বিড়াল
ভোজ;
শত সহস্র গ্রাম থাকিতে কেমনে পেলি এমন
খোঁজ?
সর্বেসর্বা চোর বাবাজি বলতে লাগলো টপাটপ
আড়াল হতে খবর দিয়ে লোক সমাজে মারছেন
ঢপ!!
সজোরে থাপ্পড় কসে, কি বললি তুই হতচ্ছাড়া?
পিঠের মাঝে পড়লে দুঘা,সত্য কথা বলবি দাঁড়া
পান্টি চোটে বেচারা চোর আওয়াজ দিল উচ্চ
স্বরে
মারের বেলা আমি একা ভাগের বেলা অগোচরে
ছিঃছিঃছিঃ রব উঠিল চুরির ভাগে মেম্বার সাব!!
ভালো সেজে টাটকা চুরি, কাকে দেব অভিশাপ?
Comments