আজব ঘড়ি 
সেবিন মিয়া 

ওহে দশকরি সময় কত? নয়টা বুঝি বাজে? 
একটুখানি জিরিয়ে তব উঠবো সকাল সাজে
জেগে ওঠে তড়িঘড়ি! 
এই দেখ দেখ!কি সব কাণ্ড!বেজে গেছে তিন!
কাজটা তবু শেষ হলো না! কেটে যে গেল দিন
যাক না সময়,
চিন্তা কি হে তাতে , সবে মাত্র কচি কচি  দাড়ি! 
এখনও সময় পুরোটা বাকি,বয়স নয়তো ভারি
শুধালো দশকরি,
মিয়া ভাই পেরিল এক যুগ! দাড়িতেও ধরিল পাক
ছনটা আজও টিন হলো না, আর কত থাক থাক! 
শুন মিয়া দশকরি,
বৃদ্ধকালের সেই লাঠিখানা আসিতে অনেক দেড়ি;
হাসিয়া দশকরি কয়,
আর কটা দিন,  কত দূর তা বুঝিবে নিশ্চয়;
পেরিল দুই যুগ, 
মুখে সাদা দাড়ি,লাঠিখানা হাতে হাটছে মিয়া ভাই 
এখনও ঘড়িতে নয়টা বাজে, যুবক কালটাই নাই;
হা হুতাশ করে ছুটে মিয়াভাই আহামরি আহামরি! 
হাত চাপরিল, খাইলো কতক জমিনে  গড়াগড়ি ;
জিজ্ঞাসিল দশকরি
সময় কি কথা শুনে?
সময় তাহার নিজ আবর্তে ঘুরিতেছে আনমনে! 
হার মানিল মিয়া ভাই,
পেলাম ধোকা বড়োই বোকা,নেইকো টাকাকড়ি;
বলে দশকরি,পরেছো হাতে আজব কলের ঘড়ি।

Comments