ফিরে আসার গল্প
সেবিন মিয়া
পুরু চন্দ্রানী রেপার গায়ে জড়িয়ে,
হাজারো স্মৃতি মাখা সেই কাব্যিক উঠোনে
দাড়িয়ে, বিদায়ী পথে ফিরে আসার অসার কৌতূহলে
পথভ্রষ্ট স্বপ্নগুলো আজও
নির্বিঘ্নে চেয়ে আছে সেই পথিক পানে,
কাব্যটি চঞ্চলা হয়ে সহস্র মুসাফিরের মাঝে
খুঁজে চলেছে অনন্ত অন্তিমকে!!
কখনও বা নীড়ে ফেরা পাখির দলে
আবার কখনও কখনও প্রকৃতির মুক্ত হাওয়ায়;
কোথাও তার দেখা নেই!
শুধু ক্ষণে ক্ষণে জমে থাকা স্মৃতিগুলো
নিরবে নিভৃতে তাড়িয়ে চলেছে অবিরত ;
চাঁদের কাছে ধার দেওয়া কত স্বপ্ন আস্তাকুঁড়ে
গভীর জলে নিপতিত হলো ;
কত আশা নিরাশা হলো;
অবশেষে,
কাব্যধারা আজ নিস্তব্ধ;
নির্ঝরে ঝরে চলা কাব্যের পাতাগুলো
প্রতিনিয়ত একটি নামই লিখে চলেছে সর্বদা, এইবুঝি নিভে গেল, এভাবেই ঝরে যাবে কাব্যের পাতাগুলো, পচন গলন অন্তঃসারে,
ফিরবে হয়তো পথিক পবন!!
চেয়েই রবে লিখিতধারার অপেক্ষিত কবির কাব্য,
হয়তো ফিরবে সে কোনোদিন!!!
সেবিন মিয়া
পুরু চন্দ্রানী রেপার গায়ে জড়িয়ে,
হাজারো স্মৃতি মাখা সেই কাব্যিক উঠোনে
দাড়িয়ে, বিদায়ী পথে ফিরে আসার অসার কৌতূহলে
পথভ্রষ্ট স্বপ্নগুলো আজও
নির্বিঘ্নে চেয়ে আছে সেই পথিক পানে,
কাব্যটি চঞ্চলা হয়ে সহস্র মুসাফিরের মাঝে
খুঁজে চলেছে অনন্ত অন্তিমকে!!
কখনও বা নীড়ে ফেরা পাখির দলে
আবার কখনও কখনও প্রকৃতির মুক্ত হাওয়ায়;
কোথাও তার দেখা নেই!
শুধু ক্ষণে ক্ষণে জমে থাকা স্মৃতিগুলো
নিরবে নিভৃতে তাড়িয়ে চলেছে অবিরত ;
চাঁদের কাছে ধার দেওয়া কত স্বপ্ন আস্তাকুঁড়ে
গভীর জলে নিপতিত হলো ;
কত আশা নিরাশা হলো;
অবশেষে,
কাব্যধারা আজ নিস্তব্ধ;
নির্ঝরে ঝরে চলা কাব্যের পাতাগুলো
প্রতিনিয়ত একটি নামই লিখে চলেছে সর্বদা, এইবুঝি নিভে গেল, এভাবেই ঝরে যাবে কাব্যের পাতাগুলো, পচন গলন অন্তঃসারে,
ফিরবে হয়তো পথিক পবন!!
চেয়েই রবে লিখিতধারার অপেক্ষিত কবির কাব্য,
হয়তো ফিরবে সে কোনোদিন!!!
Comments