কবিতা

পৃথিবীর ভ্রমণ 
সেবিন মিয়া 

দেখ!ধুলিময় পৃথিবীটা 
আজ কত শান্ত! 
কোটি বছর হেটে পথ
আজ বড় ক্লান্ত ;

জিরে নিয়ে ঘুরে সব
দেখবো  চিপনে;
পরিশ্রম অনেক হলো
কি পায় জীবনে? 

পৃথিবীটা ছুটছে পথে 
দেখবার অভিপ্রায়;
কেউ থাকে রাজাসনে
কেউ থাকে রাস্তায়! 

কারো মাথায় তেল বেশ 
কারো মাথায় কাটকা
কেউ চলে রাজার হালে
কেউবা গৃহে আটকা;

একি!একি!দেখি সব!
মাথা আমার নষ্ট 
গরীব কেন শোষিত? 
মনে  বড়ো  কষ্ট ;

যার দ্বারা হলো স্বাধীন 
সেই পথে অবশেষ!
রাজা-প্রজা নীতি চলে
গোল্লায় গেল দেশ!

এভাবেই চলবে  সমাজ
গরীব খাবে লাথি-গুতা
ভালো কথার  দাম  নেই 
কান কাটা সব শ্রোতা।

Comments