সফল রমজান 
সেবিন মিয়া 

ও দাদুভাই বলছি শোন!
রোজা আমার সফল ;
পাশাপাশি পড়ছি এবার
বেশি বেশি নফল।

রাস্তা ঘাটও মেয়ে শুণ্য
বেশ   হয়েছে   বেশ
চোখের রোজা শতভাগ, 
নেই বিন্দু মাত্র লেশ।

মোড়ে মোড়ে জুয়া আড্ডা 
সব  হয়েছে  বন্ধ ;
গাঁজাখুরের গাঁজাস্তুপে ও
পচে ধরেছে গন্ধ!

শিক্ষা বন্ধ সংস্কৃতিও বন্ধ 
তবু হয় না খুন;
আল্লাহ চাইলে দিতে পারে
ব্যাধিতেও গুন।

ট্যাক্স বন্ধ  পৃথিবী  জুড়ে 
বন্ধ সকল চান্দা;
কড়া সুদের দোকান বন্ধ 
বন্ধ সকল ধান্দা। 

চালচোর ছাড়া সবে ভালো 
নামাজীও দলে দলে;
আপাতত সব মানুষ হলো
কত না ছলে বলে!

মৃত্যুর ভয়ে ধনকুবের সব
ভান্ডারে দিচ্ছে হাত ;
রাজা খাচ্ছে প্রজাও পাচ্ছে 
রাজা-প্রজা সমহাত।

ও দাদু ভাই সব মিলিয়ে 
রোজা পেল প্রাণ ;
নির্দ্ধিধায় বলতেই পারি
সফল রমজান;
সফল রমজান।

Comments